বৌভাত বন্ধ হওয়া সেই দম্পতি কিছুতেই মানছে না কোয়ারেন্টাইন, জরিমানা

হবিগঞ্জের লাখাইয়ে ফ্রান্স ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকাবস্থায় বিয়ে করায় নবদম্পতিসহ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন।

এ নির্দেশ অমান্য করে জনসমক্ষে চলাচল করায় ফ্রান্স প্রবাসী ওই বরকে বুধবার বিকেলে ১০ হাজার টাকা জরিমানা করেছেন লাখাই ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার।

এর আগে হবিগঞ্জের লাখাইয়ে সরকারী নির্দেশনা না মেনে ফ্রান্স ফেরত প্রবাসী বিয়ে করায় দম্পতিসহ পরিবারের সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল উপজেলা প্রশাসন। এছাড়া বন্ধ করা হয়েছে গত মঙ্গলবারে বৌভাত অনুষ্ঠান। নির্দেশনা না মানলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছিল।

আলোচিত এ ঘটনা ঘটেছে লাখাই উপজেলার করাব গ্রামে। ঐ গ্রামের আলাই মিয়ার ছেলে মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। ওই সময় থেকে পরবর্তী ১৫ দিন তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে সোমবার সে বিয়ে করে একই উপজেলার জিরুন্ডা গ্রামে। মঙ্গলবার দুপুরে মাসুক মিয়ার বাড়ীতে ছিল বৌ-ভাত অনুষ্ঠান। উপজেলা প্রশাসন এ খবর জানতে পেরে মঙ্গলবার করাব গ্রামে গিয়ে বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়। প্রশাসন স্ত্রীসহ মাসুক মিয়ার বাড়ীর সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করে।

সর্বশেষ সংবাদ