এক শহরের বাসিন্দা মাত্র দুই জন

ইতালির একটি শহরে মাত্র দুইজন বাসিন্দা থাকার খবর পাওয়া গেছে। হ্যামলেট নামের ওই শহরটিতে তারা কঠোর ভাবে মেনে চলছেন করোনা সংক্রান্ত নিয়ম কানুন। তারা হলেন- জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪)।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বলা হয়, শহরটি পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত হওয়ায় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। এত উচ্চতা সত্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারোলি এবং নোবিলিও।

ক্যারোলি জানান, এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গরু, মৌমাছি এবং বাগানের যত্ন নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি।

জানা গেছে, ওই শহরে তাদের কোনও প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা কোনও ধরণের ঝুঁকি নিতে চান না সেখানে। তাই কোন প্রতিবেশী সেখানে থাকুক সেটা ও তারা চান না।

সর্বশেষ সংবাদ