বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে অগ্নীকাণ্ডে ৪টি ঘর ভষ্মীভূত

বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নীকাণ্ডে ৪ ঘর ভষ্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে বাগেরহাট ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় অগ্নীকাণ্ডে খাসেরহাট বাজারের বিকাশ বড়াল, দুলাল, সেফালি মন্ডল ও ফণিভূষনের ৪টি ঘর ভষ্মীভূত হয়ে যায়। তবে স্থানীয় সুত্রে জানা যায় আগুন লাগার কারণ ইলেকট্রিক শর্ট সার্কিট। অগ্নীকাণ্ডে আনুমানিক ধারণা করা যাচ্ছে মোট প্রায় ৫০ লক্ষ্য টাকা ক্ষতি গ্রস্থ হয়েছে। ব্যাবসায়ী বিকাশ বড়াল জানান তার প্রায় ১০ লক্ষ্য টাকার মালা মাল ও নগদ ৩ লক্ষ্য টাকা সহ জমির দলিলপত্র ও ভোটার কার্ড যাবতীয় দরকারী কাগজপত্র পুরে ছাই হয়ে গেছে। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান যে আমি গতকাল রাতে ঘটনা স্থল পরিদর্শন করেছি আজ দিনের ভিতর প্রাথমিক ত্রান-সামগ্রী পৌছে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ