ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট গ্রহন

সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি-ভিজিএফ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউপি সদস্যের অনাস্থা আনয়নের বিষয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ইউপি সদস্যদের ভোট গ্রহন করেন। ভোটে ১২ জন ইউপি সদস্যের মধ্যে ১১ জন চেয়ারম্যানের বিপক্ষে অর্থাৎ অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোটদান করেন। ফলে অনাস্থা প্রস্তাবটি গৃহীত হয়। ইউপি সদস্যরা জানান, ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে জিআর নং- ৩০০/১৮(ফুল) মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ভিজিটি, ভিজিএফ দুর্নীতি, চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাত সহ অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি ইউপি সদস্যদের সন্মানী ভাতার টাকাও আত্মসাৎ করেছেন তিনি। তাই আমরা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে স্থানীয় সরকার আইনের বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। ভোট গ্রহনের বিষয়ে ওই ইউনিয়নের সচিব সাজেদুল ইসলাম বলেন, তিনি তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। ১২ জন ভোটারের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। বাকী ১১ জন ভোটারের সবাই অনাস্থা প্রস্তাবের পক্ষেই ভোট প্রদান করেছেন। তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ জানান, তদন্তের চুড়ান্ত পর্যায়ে আজ সাধারণ সভায় ভোট গ্রহন করা হয়। ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাাবের পক্ষে ভোটদান করেন। এ রিপোর্ট এখন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ