আ. লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা,নির্বাচন স্থগিত

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২য় ধাপে অনুষ্ঠিতব্য চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এই নির্বাচন ৩য় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। জেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, নতুন নির্দেশনা অনুসারে এই ইউনিয়ন পরিষদে প্রার্থীদের ২ নভেম্বরের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। শনিবার মধ্যরাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যার বিষয়টি আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চিৎমরম ইউপি নির্বাচন স্থগিত করেছে এবং নির্বাচনের নতুন তারিখ তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ঘোষণা করেছে। চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে শনিবার (১৬ অক্টোবর) মনোনয়ন জমা দিয়ে বাড়িতে যায়। শনিবার দিনগত রাত তাকে ঘরের দরজা ভেঙে ১০/১২ জন সন্ত্রাসী গুলি করে হত্যা করে।

সর্বশেষ সংবাদ