যাত্রী সেজে অটোরিকশা চুরি করে চক্রটি, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে যাত্রী সেজে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় হাতেনাতে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) কুলিয়ারচরের উছমানপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চুরির ঘটনায় ৪ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাইফুদ্দিন (৪০) বাজিতপুর উপজেলার কুকরারাই গ্রামের সুলাইমানের ছেলে। তাকে বুধবার (২০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিরা হলেন- কুলিয়ারচর এলাকার ফেরুন মিয়ার ছেলে আবেদ মিয়া, আব্দুল হাকিমের ছেলে দেলোয়ার হোসেন ও মির হোসেনের ছেলে মফিজ উদ্দিন। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইফুদ্দিন ও তার তিন সহযোগী বাজিতপুর থেকে কুলিয়ারচরের উছমানপুর আসার কথা বলে যাত্রীবেশে রাজু মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে। পরবর্তীতে রাজু মিয়া উছমানপুর মধ্যপাড়ায় মজনু মিয়ার বাড়ির সামনে আসলে, কৌশলে অটোচালক রাজু মিয়াকে দোকান থেকে সিগারেট আনতে পাঠায় চক্রটি। চালক সিগারেট আনতে দোকানে গেলে অটোরিকশা নিয়ে সংঘবদ্ধ চোর দল সাইফুদ্দিনসহ তার তিন সহযোগী পালিয়ে যায়। এ সময় রাজু মিয়া দোকান থেকে বের হয়ে অটোরিকশা দেখতে না পেয়ে আশপাশের পরিচিত মানুষকে ফোনে ঘটনা অবহিত করে এবং কুলিয়ারচর থানা পুলিশকে জানায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কুলিয়ারচরের বড়খারচর মোড় থেকে রাত ১২টার সময় চোর সাইফুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে কুলিয়ারচর পলুটিয়া দেলোয়ার হোসেনের বাড়ির উঠান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এই ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্র জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল উদ্ধার আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। অচিরেই তাদের গ্রেপ্তার করতে পারব বলে আশা রাখি।

সর্বশেষ সংবাদ