চাঁদপুরে মন্দিরে হামলার ঘটনায় জামায়াত নেতার দায় স্বীকার

চাঁদপুরে হাজীগঞ্জে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সাবেক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী। চাঁদপুরে মন্দিরে হামলার ঘটনায় জামায়াত নেতার দায় স্বীকার ফারুক আহম্মদ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই জবানবন্দি প্রদান করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় কামালউদ্দিন আব্বাসীকে। এদিকে, ঘটনার সময় পূজামণ্ডপ ও মন্দিরে হামলার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এই আব্বাসী অন্যদের সঙ্গে নিয়ে হামলায় অংশ নিয়েছে। গত ১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজারে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউ আখড়া ও পাশের রামকৃষ্ণ মিশন মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরইমধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বৃহস্পতিবার রাতেই আসামি কামালউদ্দিন আব্বাসীকে জেলহাজতে পাঠানো হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান জেলা পুলিশ সুপার।

সর্বশেষ সংবাদ