কিশোরগঞ্জে সাংবাদিকদের গুলির অভিযোগে আটক ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়তে বাধা দেওয়ায় সাংবাদিকদের গুলি করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ওসমানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ওসমানপুর এলাকায় একটি মাইক্রোবাসে কতিপয় বহিরাগত স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়তে থাকে। এসময় ওই এলাকায় অবস্থানরত দুইজন সাংবাদিক কারণ জানতে চাইলে তারা মাইক্রো নিয়ে শহরের ভেতরে বখরারচর চলে আসে। সাংবাদিকরা তাদের পিছু নিয়ে বখরার চর আসলে মাইক্রো আরোহীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ‘এ সময় পিছন দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী এসে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে মাইক্রোবাসে আরোহীরা সটকে পড়ে। কিন্তু মোটরসাইকেল আরোহীদের আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে তারা মোটরসাইকেল দুটি, ৩ রাউন্ড তাজাগুলি ও দুটি গুলির খোসা ফেলে পালিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা জব্দ করা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।’ তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ সংবাদ