বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

ছামিউল ইসলাম আরিফ, হিলি(দিনাজপুর) দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিজিবি সদস্যদের দ্বারা বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লক্ষ  টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার ( ২৯ নভেম্বর ) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদকদ্রব্য গুলো হলো, ৩৫ হাজার পিচ ফেন্সিডিল, ৪ হাজার পিচ ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ,যৌন উত্তেজনা সিরাপ ৩৩ হাজার পিচ,১৩ হাজার পিচ এ্যাম্পল।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক , ২৯-বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ শরীফ উল্লাহ , বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমারসহ আরো অনেকে।
উল্লেখ্য,২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাস পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

সর্বশেষ সংবাদ