জাল টাকা নিয়ে গাঁজা কিনতে গিয়ে যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় গাঁজা কিনতে গিয়ে জাল টাকাসহ রুমান হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে এক হাজার টাকার নয়টি জাল নোট। গ্রেফতার রুমান সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার (২৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের কাজীপাড়ায় গাঁজা কিনতে যান রুমান। এসময় হাসিবুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রুমানকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকার নয়টি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমান জানান, জাল টাকাগুলো ডিঙ্গেদহ গ্রামের খাইরুল ইসলাম তাকে গাঁজা কেনার জন্য দিয়েছিলেন। এর আগেও তিনি একাধিকবার খাইরুলের কাছ থেকে জাল টাকা নিয়ে গাঁজা কিনেছেন। ওসি মোহাম্মদ মহসীন জানান, আটক রুমান ও পলাতক খাইরুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে রুমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।।

সর্বশেষ সংবাদ