সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের পরিচয় দিয়ে আসামির পরিবারের লোকজনের কাছ থেকে বিকাশে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দত্তখলা গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে। জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে ছাতকের হাঁদাটিলা এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। এসময় টিলা থেকে পাথর নিয়ে যাবার সময় ৮০ ফুট পাথরসহ একটি ট্রাক্টর এবং জড়িত দু’জনকে আটক করে পুলিশ। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে থানার পুলিশ পরিচয় দিয়ে একটি মোবাইল ফোন থেকে আসামিকে ছেড়ে দেয়ার শর্তে ২০ হাজার টাকা দাবি করা হয়। যা বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলা হয়। আসামির পক্ষ প্রতারক চক্রের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর পর প্রতারক এ মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। এ ঘটনায় শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতারক চক্রের একজনকে আটক করা হয়। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা নং (০৯/১৮) দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক
February 20, 2022
9 Views

You may also like
সর্বশেষ সংবাদ
আসাদের নেতৃত্বে পবা-মোহনপুরে বইছে ঐক্যের হাওয়া
2 months ago
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
2 months ago
সাপাহারে উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ
2 months ago
গাবতলীতে বিএনপি ও ছাত্রদলের ২নেতা গ্রেফতার
2 months ago