বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ ৫জন গুনীজন সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার:শেরপুর সাংস্কৃতিক একাডেমির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা উৎসব ২০২২ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বগুড়ার ৫জন বিশিষ্ট ব্যক্তিকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলা মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু।সংগঠনের সভাপতি এসএম আব্দুল হাই বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ আলহাজ¦ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী আবুল হোসেন আকাশ। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের ৫জন বিশিষ্ট ব্যক্তিকে শেরপুর সাংস্কৃতিক একাডেমী গুণীজন সম্মাননা-২০২২ প্রদান করা হয়। গুনীজন সম্মাননা প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সেক্টর কমান্ডা ফোরাম বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, সংগঠক হিসেবে অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠী বগুড়ার সভাপতি ইঞ্জিঃ মনোয়ারুল ইসলাম, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিটিভি প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টু, শিক্ষায় শেরপুরের সালফা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য কলাতন সঙ্গীত বিদ্যালয়ের প্রশিক্ষক মোঃ আমিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু বলেন, নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের গল্প তাদের শোনাতে হবে। বিজ্ঞান মনস্ক জাতি গঠন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। শেরপুর সাংস্কৃতিক একাডেমী সাংস্কৃতিক মনা জাতিগঠনে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি আরো বলেন, উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ হলে পুরাতন ভবনে শেরপুরে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয় নেই তাদের কার্যালয়ের ব্যবস্থা করার আশ^াস দেন।এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন আতিকুর রহমান। পরে বর্নাঢ্য শোভা বের হয়। শোভাযাত্রাটি শেরপুর উপজেলা মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের ছেলে মেয়েরা নাচ গান পরিবেশন করে।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মো: রেজাউল করিম।

সর্বশেষ সংবাদ