কাহালু প্রতিনিধিঃ বগুড়া জেলা কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের খিয়ার ভূগোইল গ্রামের মৃত্যৃ সাহেবুল্লাহ প্রাং পুএ আঃ ছাত্তারের বাসা ভাড়া নিয়ে, কালিতলা চার মাথায় দীর্ঘ কয়েক মাস যাবত, কাহালু কালাই ইউনিয়নের দামগাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ রিনা ইসলাম ভাড়া থাকতো। এই সুযোগে ছাত্তার হাজী মাঝে, মাঝে কু-প্রস্তাব ও টাকার প্রলোভন দেয়। তাতে রিনা রাজি না হলে সুযোগ খোঁজে ছাত্তার হাজি। রিনা ইসলামের স্বামী কর্মের সন্ধানে বিভিন্ন সময় বাহিরে থাকতো। ঐ দিন তার স্বামী বাসায় না থাকার কারনে, সুযোগ বুঝে আঃ ছাত্তার তার ঘরের মধ্যে প্রবেশ করে তার শরিরের বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় হাত দেয়। সম্পকে রিনা ইসলাম তাকে খালু বলে ডাকতো। অনেক অনুরোধ করে তার হাত থেকে রক্ষা পয়নি। সে সময় সে জোরে চিৎকার করে এবং বাজারের লোক জন ও তার স্বামী হাজী আঃ ছাত্তার কে হাতেনতে ধরে ফেলে। এই বিষয়ে গত ২৮-৩-২০২২ তারিখে চার মাথা বনিক সমিতিতে অভিযোগ দাখিল করে রিনা ইসলাম। হাজী আঃ ছাত্তার সেখানে উপস্থিত হননি। রিনা ইসলাম কোন বিচার না পেয়ে আইনের প্রতি শ্রদ্ধা শীল হয়ে গত ৩০ -৩-২০২২ বাদী হয়ে বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।
কাহালুতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষনের চেষ্টা
10 months ago
44 Views

You may also like
সর্বশেষ সংবাদ
স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন-শামীমা আকতার জলি
15 hours ago
গাঁজা নিয়ে যাচ্ছিলেন ঢাকায়, গ্রেপ্তার বগুড়ায়
15 hours ago
বগুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেফতার
15 hours ago