কিশোরগঞ্জে হঠাৎ নদী ভাঙন, নিখোঁজ ২

কিশোরগঞ্জের ভৈরবের বাগানবাড়ী এলাকায় সকাল ৮টা থেকে হঠাৎ করেই শুরু হয় মেঘনার ভাঙন। এ সময় মুহূর্তেই খাঁজা রাইস মিল ও রহমত রাইস মিলের একটি অফিস ও একটি বসত ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ সময় মোস্তাক ও শরিফুল নামে রহমত রাইস মিলের ২ শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার স্টেশন ও নদী ফায়ার স্টেশনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শরিফুল হবিগঞ্জের লাখাই গ্রামের রহমত আলীর ছেলে এবং মোস্তাক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আইনারগোপ গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। নিখোঁজ দুইজন আপন ভাইরা ভাই। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, রোববার (১৯ জুন) সকাল ৮টার দিকে চাতাল শ্রমিকরা কাজ করার সময় চাতালের দক্ষিণ কোণে পানির ঘূর্ণিপাক দেখতে পায়। এর কিছুক্ষণের মধ্যে খাঁজা রাইস মিলের অফিসটি নদী গর্ভে তলিয়ে যায়। সঙ্গে থাকা রহমত রাইস মিলের শ্রমিকদের বসত ঘরও ভেঙে যায়। এ সময় ঘর থেকে সবাই দৌড়ে বের হয়ে এলেও শরিফ ও মোস্তাক ঘরের আসবাবপত্র বের করতে গিয়ে ঘরের সঙ্গে তারা দুইজন একসঙ্গে নদীগর্ভে তলিয়ে যায়। এ বিষয়ে শ্রমিকরা অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে বিআইডব্লিউটিএ এ এলাকা থেকে নদী খননের নামে বালু উত্তোলন করে। এর ফলেই এ ভাঙনের সৃষ্টি হয়েছে এমনটাই দাবি তাদের। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাজার ও নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে ডুবুরিরা নদীতে খোঁজ করলেও এখনও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ বলেন, প্রবল বর্ষণের কারণে নদীতে প্রবল স্রোত। তাই বাগানবাড়ি এলাকায় ভাঙনে শতাধিক ফুট ভূমি নদী গর্ভে বিলীন হয়েছে। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ