ডাকাতির স্বর্ণসহ ডাকাত ও ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ জুলাই) দুপুরে বরিশালের কাউনিয়া এলাকার মরকখোলা থেকে দুইজন এবং বিকেলে বাউফল থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রিয়াজ হাওলাদার (৩৫), অরুণ দাস (৩৫), ইসমাইল গাজী (৫৫) ও হেমায়েদ সিকদার (৪৭)। এছাড়া ডাকাতির স্বর্ণ কেনার জন্য একদিন সন্ধ্যায় বাউফলের গৌতম কর্মকার (৪৪) ও মনোজ কর্মকার (৩৮) নামের দুই জুয়েলার্সের মালিককেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সকলের বাড়ি বাউফল উপজেলার বিভিন্ন এলাকায়। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাইনুল হাসান। তিনি জানান, গত এক জুলাই দিবাগত রাতে বাউফল উপজেলার নুরাইনপুর এলাকার রুহুল আমিন সিকদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ১০ জনের মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এ ঘটনায় তিন জুন রুহুল আমিন বাদি হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা ১০ জনের নামে মামলা করে। পরে ওই ডাকাতদলের চার সদস্য গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে ডাকাত ইসমাইলের বাড়ি থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ সংবাদ