বেরোবিতে ‘জীবনানন্দ দাশের সাহিত্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি:-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ‘জীবনানন্দ দাশের সাহিত্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর, ২০২২) সকালে কবি হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পঙ্কজ কুমার সরকার। তিনি “জীবনানন্দ দাশ: বিতর্ক ও বিস্ময়” শীর্ষক আলোচনা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহেল রাজিব “তত্ত্ব-আলোয় জীবনানন্দ দাশ” বিষয়ে আলোচনা করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বাংলা বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান ও প্রভাষক সিরাজাম মুনিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ