বগুড়ার আদমদীঘির কুন্দগ্রামে নাগর নদীতে প্রশাসনের নীরবতা অবৈধ বালু উত্তোলন

রায়হানুল ইসলাম বগুড়া : বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্দগ্রামে নাগর নদী থেকে প্রশাসনের নীরবতায় অবৈধভাবে বালুদস্যু রাজার রাজত্ব চলছে বছরের পর বছর! প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন করা হলেও প্রভাবশালী মহলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হলেও তা যেন দেখার কেউ নেই! সরে জমিনে দেখা গেছে, বগুড়ার আদমদিঘ উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুন্দগ্রাম থেকে উপজেলার চাঁপাপুর পর্যন্ত অবৈধভাবে নাগর নদী থেকে বালু উত্তোলন করে আসছে। বর্ষা মৌসুমে পিচ্ছিল লাল মাটির রাস্তার কাদায় চলাচলের অযোগ্য হয়ে গেলেও সাধারণ মানুষের ভোগান্তি মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই। অতিরিক্ত ওজনে সড়কের বেহাল দশায় সাধারণ মানুষ চলাচলে দিশেহারা হয়ে পড়েছেন। বালুদস্যুদের কাছে তারা যেন নিরুপায়। আশা ভরসার প্রতীক প্রশাসনের কাছেও যখন সাধারণ মানুষ বিচার পায় না তখন নিয়তি বলেই মেনে নিয়েছে ওই এলাকার ভুক্তভোগীরা। অবৈধ এই বালু ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এলাকার প্রভাবশালী মহল। সাধারণ মানুষ যে কারণে কোনো প্রতিকার চাইতে সাহস পান না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে ছুটি জনিত কারণে তার সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিগত দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ বালু ব্যবসা বন্ধ করে সাইনবোর্ড টাঙিয়ে দিলেও রাতের অন্ধকারে তা তুলে নিয়ে গিয়ে আবারও তারা বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। অতিষ্ট এলাকাবাসীর দাবি অবিলম্বে বালু ব্যবসা বন্ধ করে রাস্তাঘাটের দুরবস্থা নিরসনে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক।

সর্বশেষ সংবাদ