রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ, আটক ৩

রাজধানীর মিরপুর রূপনগর থেকে প্রায় ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ ও তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, আসল না নকল বুঝতে না পারায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। রোববার (৩০ অক্টবর) রাতে রাজধানীর রূপনগরে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। অভিযানের একপর্যায়ে দায় স্বীকার করে আটকরা জানায়, এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে । আটক তিনজনের মধ্যে একজন বলেন, এটা করে সৌরভ নামের একজন লোক। আমার দোকান ছিল মিরপুর-১০ নম্বরে, আমি লিগ্যাল কাজগুলোই করতাম কিন্তু সে আমাকে প্রলোভন দেখিয়ে এখানে আনছে। র্যাব বলছে, অল্প সময়ে বেশি মুনাফার আশায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এ কারখানা। র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মাদ ফরিদ উদ্দিন বলেন, প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার দলিল তৈরি হয়। এর প্রত্যেকটাতেই সিরিয়াল নম্বর আছে এবং যেভাবে জলছাপ দিয়ে তৈরি করা হয়েছে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদেরও খুঁজছে র্যাব।

সর্বশেষ সংবাদ