বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানের মৃত্যুতে কুষ্টিয়া বিএনপির শোক

ঝিনাইদহ সদর আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মসিউর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার(১নভেম্বর) দুপুরে ঝিনাইদহে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।মসিউর রহমান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। শোক বার্তার নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনকে অন্তরে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে খুলনা বিভাগে দলকে তৃণমূলে প্রতিষ্ঠা করতে নিরলস পরিশ্রম করেছেন। একজন বিচক্ষণ রাজনীতিবিদ মরহুম মসিউর রহমান তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসি তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রদর্শিত পথ অনুসরণ করে এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। বর্তমান ঘোর দুর্দিনে পৃথিবী থেকে তাঁর চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে বিরাট শুন্যতার সৃষ্টি হলো। মসিউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ