রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবলে চ্যাম্পিয়ন পাবনা জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার:রাজশাহী বিভাগের আন্ত:জেলা ফুটবলে চ্যাম্পিয়ন পাবনা জেলা পুলিশ। রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে শনিবার এর ফাইনাল খেলায় গতবারের চ্যাম্পিয়ান বগুড়া জেলা পুলিশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা পুলিশ। বেলা তিনটা থেকে শুরু হয়ে খেলা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বগুড়া জেলা পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন। এর আগে ১৯ অক্টোবর শুরু হওয়া রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জ পুলিশের জেলা দলগুলো অংশগ্রহণ করে। খেলা শেষে বিকেল ৫ টার দিকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি আব্দুল বাতেন বলেন, খেলার পুরো সময় জুড়ে উত্তেজনা ছিল। পাবনা ভালো খেলেছে। বগুড়া শেষ মূহুর্ত পর্যন্ত লড়াই করেছে। রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ খেলোয়াড়দের নিয়ে রেঞ্জ টিম বানানো হবে। প্রয়োজনে তাদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। সব মিলিয়ে উপস্থিত সবাই ভালো খেলা উপভোগ করেছি। আগামী বছর আরও ভালো খেলা উপভোগ করবো বলে আমি বিশ্বাস করি। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন পাবনা জেলা পুলিশের সদস্য আকতারুজ্জামান ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বগুড়া দলের পুলিশ সদস্য তৌশিকুল। তিনি পুরো টুনামের্ন্টে ৬ টি গোল করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি আব্দুল বাতেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পাবনা জেলা পুলিশের কন্সটেবল জাহিদ ও রানার্সআপ বগুড়া দলের অধিনায়ক জুয়েলের হাতে পুরষ্কার তুলে দেন। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে পাবনা জেলার পুলিশ সুপার মুন্সী আকবর আলী, সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার কাওছার সিকদার, ইন সার্ভিসের পুলিশ সুপার বেলাল হোসেন, বগুড়া থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) শরাফত ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ