চলনবিলে চলছে “পলো বাওয়া” উৎসব 

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ আবহমান গ্রাম বাংলার চিরাচরিত উৎসব হয় নানারকম। উৎসব প্রিয় বাঙালিরা মেতে ওঠেন নানা আয়োজনে। তেমনি একটি ব্যতিক্রমি উৎসব হচ্ছে মাছ ধরতে পলো বাওয়া ‘বাউত উৎসব’। নবান্নের শুরুতে যার দেখা মেলে দেশের সবচেয়ে বড় বিল চলনবিল অঞ্চলে। হাজার হাজার মানুষ একসঙ্গে বিলে নেমে পলো দিয়ে মাছ ধরার আয়োজনকে স্থানীয়রা নাম দিয়েছেন বাউত উৎসব।
শীতের শুরুতে চলনবিলের পানি কমে যাওয়ার পর মাছ ধরার ধুম পড়ে এ অঞ্চলে। হাজার হাজার মানুষ দলবেধে বিলে পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। আর এ উৎসবকে বলা হয় ‘বাউত উৎসব’। এখন সেই উৎসব চলছে চলনবিল অধ্যুষিত তাড়াশ,গুরুদাসপুর, চাটমোহর  ভাঙ্গুড়া উপজেলা সহ ৯টি উপজেলায় ৷সকাল  থেকে বিভিন্ন যানবাহনে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয় বিলপাড়ে। এরপর একসাথে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবে মেতে উঠেন শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। ধরা পড়ে শোল, বোয়াল, রুই, কাতলা, গজার, চিতলসহ নানা প্রজাতির দেশি মাছ।  একসাথে মাছ ধরার আনন্দ উপভোগ করেন সবাই। কালের আবর্তে কমে  যাচ্ছে নদীমাতৃক গ্রামবাংলার এই “পলো বাওয়া” উৎসব।

সর্বশেষ সংবাদ