বগুড়া শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন

স্টাফ রিপোর্টার: সোমবার বগুড়া শেরপুর উপজেলার জামুন্না পল্লী বন্ধু হাই স্কুল এন্ড কলেজ মাঠে মাগুরগাড়ী, শেরপুর এলাকায় শীতকালীন অনুশীলন ২০২২/২০২৩ পরিদর্শন করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর এই শীতকালীন প্রশিক্ষণ গত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ হতে শুরু হয়ে আগামী ০৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। ১১ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত এই অনুশীলনে জিওসি ১১ পদাতিক ডিভিশন যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সকল সদস্যকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।শীতকালীন অনুশীলন ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে তিনি অনুশীলন এলাকায় প্রায় ৬ শত গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরিশেষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য সকলকে আহবান জানান।

সর্বশেষ সংবাদ