বরগুনা বিআরটিএ কার্যালয়ে দালালদের ‘মিনি অফিস’

বরগুনার বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মতোই চেয়ার টেবিল নিয়ে নিয়মিত অফিস করেন দালাল চক্র। খোদ জেলা প্রশাসকের কার্যালয়ে এমন ঘটনা ঘটলেও কিছুই জানেন না বলে দাবি কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের অভিযোগ, দালালের শরণাপন্ন হওয়া ছাড়া পাওয়া যায় না ড্রাইভিং লাইসেন্সসহ কাঙ্ক্ষিত সেবা। তবে, সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। নিজস্ব কোনো অফিস না থাকায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে জেলার বিআরটিএ’র কার্যক্রম। আর এই অফিসে চেয়ার টেবিলে বসে নিয়মিত কাজের তদারকি করেন দালালরা। ক্যামেরা দেখে চেয়ার টেবিলে ছেড়ে পর্যায়ক্রমে সটকে পড়তে শুরু করেন দালাল চক্রের সদস্যরা। সেবা প্রার্থীদের অভিযোগ, লিখিত, মৌখিক কিংবা ব্যবহারিক পরীক্ষা ছাড়া দালালদের টাকা দিলেই পাওয়া যায় ড্রাইভিং লাইসেন্স। এছাড়া, বেশিরভাগ সময়েই গুণতে হয় অতিরিক্ত টাকা। তাই দ্রুত এই সমস্যার সমাধান চান তারা।

সর্বশেষ সংবাদ