ডিমলায় গম চাষে আগ্রহ কমেছে কৃষকের

মোঃ ফয়সাল আহমেদ,প্রতিনিধি,ডিমলা নীলফামারীঃ-নীলফামারী জেলায় ডিমলা উপজেলায় এ বছর গমের আবাদ কিছুটা কমেছে। কৃষকেরা গত বছর গমের দাম কম পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ডিমলা উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে ঘুরে দেখা যায়; কৃষকেরা গম আবাদ না করে ভুট্টার চাষে বেশি ঝুঁকছেন । কারন গমের চেয়ে ভুট্রায় লাভ হচ্ছে বেশি। বর্তমানে ভুট্রার বাজারদর তুলনামুলক অনেক বেশি রয়েছে বলে জানা গেছে। ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ডাঙ্গা পাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, তিনি গত বছর সাড়ে ৩ বিঘা জমিতে গম আবাদ করেছিলেন। এ বছর দাম তুলনামূরক কম পাওয়ায় এ বছর দেড় বিঘা (৭৫ শতাংশ) জমিতে গম আবাদ করেছেন। একই সাথে গম আবাদ কম করার কারন হিসেবে সার ও কীটনাশকের দাম তুলনামুলক বেশিকেও দায়ী করেন তিনি। প্রায় ২ বিঘা (১শ শতক) জমিতে গম করেছেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিত পাড়া গ্রামের কৃষক মমিনুর রহমান ইতিমধ্যে গমের ক্ষেত সবুজ আকারে রুপ নিয়েছে। নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ করছেন তিনি। ফলন ভাল হওয়ার আশা করলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়,নীলফামারী জেলায় সবচেয়ে বেশি গম আবাদ হতো ডিমলা উপজেলায় । কিন্তু গত বছর গমের দাম কিছুটা কম থাকায় কৃষকেরা এ বছর গমের আবাদ কিছুটা কম করেছেন। বর্তমানে ভুট্রার আবাদ বেড়েছে। গমের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকেরা ভুট্রা চাষে বেশি ঝুঁকছেন। ভুট্রার ফলনও ভাল হওয়ায় তারা দামও পাচ্ছে চাহিদামত। তার পরও কৃষকেরা গমের ন্যায্য মূল্য পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ