বিএনপির জোট ভেঙে আলাদা জোট গঠন ন্যাশনাল পিপলস্ পার্টির

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা জোট গঠন করল ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)। শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র বিকাশ মঞ্চ নামে এই জোটের ঘোষণা দেন এনপিপির চেয়ারম্যান ছালাউদ্দিন ছালু। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, বিদেশে অর্থ পাচার রোধ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলোর মিছিল-মিটিংয়ের স্বাধীনতা নিশ্চিত, শ্রমিকের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণসহ ১৮ দফা দাবি আদায়ে এনপিপিসহ ১৭টি দল নিয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চ গঠিত হয়েছে বলে জানান ছালু। তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ব্যর্থ হয়েছে। এখন জোট ঠিক রাখার জন্য নামসর্বস্ব কিছু দল নিয়ে বিএনপি আন্দোলন করছে। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বিএনপি চায় না জোটের ছোট দলগগুলোর শক্তি বৃদ্ধি হোক। তাই ২০ দলীয় জোট ভেঙে দিয়ে বিএনপি এখন হালকা হয়েছে। নেতারা আরও বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য ১৭টি দল নিয়ে গঠিত হলো গণতন্ত্র বিকাশ মঞ্চ। গণতন্ত্র বিকাশ মঞ্চের শরিক দলগুলো হলো: ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিজিএ), বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায়বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি ও বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

সর্বশেষ সংবাদ