বগুড়ায় শিশু তাহসিন হত্যার মূল অভিযুক্ত আমিনুর আটক

রায়হানুল ইসলাম বগুড়া: বগুড়ায় পারবারিক দ্বন্দের জেরে বাঁশের তৈরী খাটিয়া দিয়ে আঘাত করে এক তাওসীন নামের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে শিশু তাওসীনের মৃত্যু হয়। এই ঘটনার পরে পুলিশ অভিযুক্তকে ধরতে তৎপর হলে রাতেই সপ্তপদী মার্কেট থেকে মূল আসামিকে আটক করতে সক্ষম হন। নিহত শিশু, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম গোদারপাড়া এলাকার কুদ্দুস ফকিরের ছেলে তাহসিন ফকির (৯)। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় তাওসীন স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল। তখন আমিনুল বাঁশের তৈরী খাটিয়া দিয়ে তাওসীনের মাথার উপরের অংশের বাম পাশে আঘাত করে। পরে তাহসিনকে আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহসিন। এদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত আমিনুর ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) রাত ৯ টার দিকে শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা। তিনি বলেন, নির্মম হত্যার শিকার শিশু তাহসিন নিহত হওয়ার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিলাম। এর এক পর্যায়ে আজ শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের মোবাইল রিচার্জ করতে আসে আমিনুর। পরে তাকে চিহ্নিত করে আটক করি। এর আগে গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দের জেরে স্কুল পড়ুয়া তাহসিন ফকির (৯) বাঁশের খাটিয়ার সাহায্যে আঘাত করে অভিযুক্ত আমিনুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন মারা যায়। এ ঘটনায় বগুড়া সদর থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত তাহসিনের বাবা কুদ্দুস ফকির। এ বিষয়ে বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ