সান্তাহারে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করায় জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ঘি ও স্পঞ্জ কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স গ্রামীণ ফুডস-কে ১০,০০০/- (দশ হাজার টাকা) জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), আদমদিঘী, বগুড়া জনাব মনিরা সুলতানা এর নেতৃত্বে পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান এবং পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ