সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না সোহরাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বিএনপির কেন্দ্র ঘোষিত ১০দফা দাবি আদায়সহ গ্যাস-বিদ্যুত, চাল-ডাল- তেল-কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানবন্ধন কর্মসূচী পুলিশীর জোড় বাধার মুখে পালন করেছে বিএনপি। শনিবার বেলা ১১টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে বিপুল সংখ্যক পুলিশ পাহারার মধ্যে দিয়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও খোকসা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক (সাবেক উপজেলা চেয়ারম্যান) প্রকৌশলী জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, মহিউদ্দিন চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক শামীম উল হাসান অপু, আব্দুল মঈদ বাবুল, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন প্রধান, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, খোকসা পৌর বিএনপির সাধারন সম্পাদক নাফিজ আহম্মেদ রাজু, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুপলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ‘দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালিত হচ্ছে। কুষ্টিয়া জেলা বিএনপিও শান্তিপূর্ন পরিবেশে ১০দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচী পালন করতে শহরের এনএস রোডস্থ পাবলিক লাইব্রেীর সামনে দাঁড়াতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। গনতান্তিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনও বর্তমান সরকারের নগ্ন হস্তক্ষেপে পন্ড হয়ে যাচ্ছে। সরকারের এই অগণতান্ত্রিক দমন পীড়নসহ নেতাকর্মীদের উপর জুলুমবাজির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়’। জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এই অবৈধ সরকারও টিকতে পারবে না, পতন হবেই ইনশাআল্লাহ। সোহরাব উদ্দিন তার বক্তব্য বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার যতই তালবাহানা করুক না কেন, সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। তবে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খান পুলিশী বাধার অভিযোগকে নাচক করে বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে’।

সর্বশেষ সংবাদ