মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট নাগরিক তৈরি করছে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ-মজনু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে গড়ার কাজ এগিয়ে চলেছে। এতে নাখোশ হয়ে স্বাধীনতা বিরোধী চক্র যখন দেশের উন্নয়ন ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে তখন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসমূহ কোমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চতনায় স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছে।
শনিবার বগুড়ার শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপি প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পী রহমান, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান, অধ্যক্ষ জাফর আলমগীর, জেলা পরিষদ সদস্য সুমাইয়া খানম লিজা। ইন্সট্রাক্টর আতিকুল ইসলাম আকাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক মন্ডলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

সর্বশেষ সংবাদ