রাবিতে স্থগিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল শুরু ৩ অক্টোবর 

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ ফাইনাল খেলাটি আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সম্মানিত সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম, ডীন, কৃষি অনুষদ এর সভাপতিত্বে  পরিচালক মহোদয়ের দপ্তরের কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত সভায় শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক, মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহিত হয় ।

স্থগিত ফাইনাল খেলাটি আগামী মঙ্গলবার(৩ নভেম্বর) দুপুর ৩ টায় যেখান থেকে সমাপ্ত হয়েছিল সেখান থেকে শুরু হবে। ৩য় কোয়ার্টারের ৩ মিনিট ও ৪র্থ কোয়াটারে ১০ মিনিট মোট ১৩ মিনিট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

খেলোয়াড় তালিকা, বল পজিশন, কোট পজিশন পূর্বের অবস্থায় থাকবে।খেলোয়াড় বাদে প্রত্যেক বিভাগের সকল শিক্ষক সহ ১০ জন ছাত্র সমর্থক জিমনেসিয়ামে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ছাত্র দর্শকদের গণ্ডগোলের কারনে স্থগিত ঘোষনা করা হয়েছিল।