২য় বিভাগ ফুটবল লিগ বগুড়া আজকের খেলায় ১-১ গোলে ড্র

অদ্য ২৮/০৯/২০২৩ তারিখে বিকাল ৩.৩০ ঘটিকায়, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন, বগুড়া এর আয়োজনে ২য় বিভাগ ফুটবল লিগ ২০২৩-২৪ এর আজকের খেলায় নুরানী ফুটবল একাডেমী ১-১ গোলে বিদ্যুৎ বয়েজ ক্লাব এর সহিত ড্র করে। খেলায় ১ম অর্ধে কোন দলই কাঙ্খিত গোলের দেখা পায়নি ১ম অর্ধের নুরানী ফুটবল একাডেমীর মুরসালিন গোল করে তার দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরবর্তীতে প্যানাল্টিতে বিদ্যুৎ বয়েজ এর ওহাব গোল করে দলকে ১-১ গোলে সমতা ফিরে আনেন। খেলায় নুরানী ফুটবল একাডেমীর মোরসালিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা পরিচালনা করেন- জিন্নাতুল ইসলাম জিন্না, সহকারী রেফারী- আব্দুল মান্নান, কবির, চতুর্থ রেফারী ছিলেন- তাসিন ইসলাম।