কাহালু (বগুড়া) প্রতিনিধি ঃ গত শুক্রবার রাতে কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের কড়ইগকুল গ্রামে ২ সন্তানের জননী মাহমুদা বেগম খুকি (২৮) নামে এক গৃহবধূর রহস্যজননক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আতাউর পারভেজ পালিয়েছেন। স্বামী আতাউর পারভেজ এর পরিবারের লোকজন জানান, সে কাউকে না জানিয়ে রাতে নিজ ঘরের কাপড় রাখা বাঁশের পারের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আতœহত্যা করেছে এসময় আতাউর পারভেজ ঘরের বাহিরে ছিল । স্থানীয় গ্রামবাসী জানান, গৃহবধূর স্বামী আতাউর পারভেজ নিজ বাড়ীতে তাঁতের কাজ করেন। সে বেশ কিছু দিন যাবত তার পূর্বের প্রেমিকা একই গ্রামের জনৈক্য এক মহিলার সাথে পরকিয়া সর্ম্পক গড়ে তোলে। পরকিয়া সর্ম্পক কারনে এ ঘটনা হতে পারে। গৃহবধূর ভাই মফিদুল ইসলাম জানান, তার বোনকে মেরে ফেলা হয়েছে তার শরীরের জখমের দাগ রহেছে। গৃহবধূর বাবা উপজেলার বুড়াইল গ্রামের খোকা জানান, বেশ কিছু দিন ধরে তার জামাই আতাউর পারভেজ অন্য একটি মেয়ের সাথে অবৈধ সর্ম্পক গড়ে তোলে এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চল ছিল। তার মেয়েকে মেরে ফেলা হয়েছে তিনি হত্যার বিচার চান। কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তে হত্যা প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বগুড়ার কাহালুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে
June 27, 2015
64 Views
You may also like
সর্বশেষ সংবাদ
শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিন
7 hours ago
গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত
8 hours ago
নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত
8 hours ago
নন্দীগ্রামের ট্রাক হেলপারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
8 hours ago

