পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ গাইবান্ধার পলাশবাড়ী সদরের ঐতিহ্যবাহী শিা প্রতিষ্ঠান এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাত পর্যন্ত ভোট গহনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ২’শ ৬৬ জন অভিভাবক ভোটারের মধ্যে ৯’শ ৭৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক সুশীল চন্দ্র সরকার। নির্বাচনে মোহারফ হোসেন লাইফ ৩৯১ ভোট পেয়ে প্রথম, আবুল কালাম আজাদ ৩৩৯ ভোট পেয়ে দ্বিতীয়, ফরিদুল ইসলাম ফরিদ ২৮৩ ভোট পেয়ে তৃতীয় ও আবু আলা মওদুদ ২২২ ভোট পেয়ে চতুর্থ স্থানে নির্বাচিত হন। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিহাব উদ্দিন। সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফাউজুল কবির। এ ছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বনিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছবি সংযুক্ত
পলাশবাড়ীর এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
June 28, 2015
21 Views