সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার সন্ত্রাসী ও ছিনতাইকারী ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামী মাহফুজার রহমান শিপলু (৩২) কে চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ।থানা সুত্রে জানাগেছে, গত সোমবার রাত প্রায় ১০টার দিকে সৈয়দ আহম্মেদ কলেজ ষ্টেশন রোডে নওদাবগা ঈদগাহ মাঠের কাছে সড়কে শিপলুসহ কয়েক জন রোড ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল । ওই রোডে সোনাতলা থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে ডিউটি করছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই কারীরা (বগুড়া হ-১১-৬৯৯৪) মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছনে ধাওয়া দিয়ে মটরসাইকেলসহ আটক করে শিপলুকে আটক করে। দেহ তল্লাসী করে তার কাছ থেকে ২২ইঞ্চি একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। বাকিরা সব পালিয়ে যেতে সঙ্কম হয়। মাহফুজার রহমান শিপলু নওদাবগা গ্রামের আব্দুস সাত্তার মাষ্টারের ছেলে। এ ঘটনায় সোনাতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। শিপলু শিহিপুর গ্রামের মালেক হত্যার অন্যতম আসামী। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, তার বিরুদ্ধে সোনাতলা ও গাবতলী থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
সোনাতলায় সন্ত্রাসী শিপলু চাকু সহ গ্রেফতার
July 1, 2015
24 Views
You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ
2 hours ago
তানোরে ইউপি চেয়ারম্যানের প্রতিহিংসা
2 hours ago

