বগুড়া সংবাদ দাতা ঃ বগুড়ায় ডিবি ওসি আমিরুল ইসলাম-এর নেতৃত্বে এস আই সিদ্দিকুর রহমানের সঙ্গীয় ফোর্সের অভিযানে নামাজগড় সুলতানগঞ্জপাড়া ঈদগাহ মাঠের পাশের একটি বাড়ী থেকে গতরাত আনুমানিক ১২টায় ৭ মাদকসেবীকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টায় এসিল্যান্ড আরাফত রহমান -এর নিকট হাজির করলে ভ্রাম্যমান আদালত মাদকসেবী (ইয়াবাসেবী) প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। ডিবি ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন,উলেখিত এলাকায় সংঘবদ্ধ হয়ে রাত আনুমানিক ১২টার দিকে ইয়াবা সেবনের দায়ে ৭ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রম্যমান আদালতে দিলে প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে জরিমানাপ্রাপ্তরা হলেন,নামাজগড় ডালপট্টির মৃত শিব প্রসাদের পুত্র শ্রী রতন কুমার (৩২), কামারগাড়ীর মৃত ঈদ্রিস আলীর পুত্র শাকিল (২৪), নামাজগড় (করনেশন স্কুলের সামনে) মো ঃ লুৎফর রহমানের পুত্র আতিক হাসান (২৫) , সুলতানগঞ্জপাড়া ঈদগাহ লেনের মৃত গোলাম মোহাম্মদ পাশার পুত্র কারিমুল পাশা ওরফে দিপ্তী( ২৮), মৃত শিব প্রসাদের পুত্র শ্রী রতন কুমার (৩২) ,নূরানীমোড়ের মৃত মোকছেদ আলীর পুত্র আনোয়ারুল হক নয়ন (৪০), লতিফপুর কলোনীর আব্দুল হকের পুত্র রিগ্যান (৩২) ও নামাজগড় কবরস্থানপাড়ার আব্দুল মোমিনের পুত্র আব্দুর রহিম ওরফে তুহিন (৩২)।
বগুড়ায় ৭ মাদক সেবী গ্রেফতার ঃ ৩৫ হাজার টাকা জরিমানা
July 2, 2015
37 Views
You may also like
সর্বশেষ সংবাদ
ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
14 hours ago
ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
14 hours ago
দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন
14 hours ago

