বগুড়া প্রতিনিধি ঃ মহানবী (সা:) এবং তাবলীগ সম্পর্কে কটুক্তিকারী সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ি শুক্রবার দুপুর ২টার দিকে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকা থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা। মিছিলটি ফতেহ আলী মোড় ঘুরে নবাববাড়ি সড়ক হয়ে সাতমাথার দিকে যাওয়ার সময় সদর পুলিশ ফাঁড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে মিছিলকারীরা সেখানেই সংপ্তি সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর হযরত মাওঃ মোহাম্মদ আব্দুল হক, বগুড়া জেলা শাখার সহ-সভাপতি হযরত মাওঃ আব্দুল মতিন, সাধারন সম্পাদক মাওঃ মামুনুর রশিদ, সদর থানার সভাপতি হযরত মাওঃ শাহজালাল। সমাবেশে বক্তারা মিছিলে বাধা দেয়ায় পুলিশের সমালোচনা করে বলেন, গুটি কয়েক নাস্তিকের মিছিলে পুলিশ পাহারা দেয়, অথচ ১৬ কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার ঘটনায় মিছিল করতে দেয়া হয় না। বক্তারা বলেন, প্রধান মন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি কারীকে দ্রুত বিচারে ৬ বছর জেল দেয়া হয়, কিন্তু হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী নাস্তিক লফিত সিদ্দিকীর জামিনের বিরোধীতা করা হয় না। এদিকে, ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল করতে পারে এমন আশঙ্কায় শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শহরের সাতমাথায় দাঙ্গা পুলিশের পাশাপাশি জলকামান এবং পুলিশের রায়টকার প্রস্তুত রাখা হয়েছে।
বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা
July 3, 2015
23 Views
You may also like
সর্বশেষ সংবাদ
সারিয়াকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
8 hours ago
বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা
9 hours ago
বগুড়া নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন
9 hours ago

