উত্তরবঙ্গ নিউজ ডটকম:বগুড়ায় ‘কবিতার আধুনিকতা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠনক বগুড়া লেখক চক্র। তরুণ লিখিয়েদের আধুনিক কবিতার সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে গত শুক্রবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়নে আয়োজন করা হয় এই আলোচনা সভার। ‘কবিতার আধুনিকতা’র উপর মুখ্য আলোচক ছিলেন কবি রেজাউল করিম চৌধুরী। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন কবি শিবলী মোকতাদির ও কবি করিম মোহাম্মদ। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের উপস্থাপনায় এবং কবি মুহম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর আত্রাই উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সংস্কৃতজন জনাব মোঃ মোখলেছুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বগুড়া বিআটিএ’র মোটরযান পরিদর্শক জনাব ফয়েজ আহাম্মেদ, শিশু সংগঠক আব্দুল খালেক, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি সিকতা কাজল, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি এস, এম আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী। প্রধান অতিথির সরস বক্তব্যে প্রাণ ফিরে পান উপস্থিত কবিরা। তার বক্তব্যে উঠে আসে বগুড়ায় কবিতাচর্চা। তিনি বগুড়ার কবিতাচর্চাকে সবার উপরে স্থান দেন। কবিতার আধুনিকতা শীর্ষক আলোচনায় উঠে আসে বাংলা কবিতার একাল সেকাল। উঠে আসে কবিতায় শব্দ, ভাষা, চিত্রকল্প, উপস্থাপনার ঢং, গীতলতাসহ অনেক কিছু। কবিতা সব সময়ই আধুনিক হলেও সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে কবিতা উপস্থাপনার কৌশল। ফলে কবিতা শুধু মনন নির্ভর থাকছে না, কখনো কখনো হয়ে যাচ্ছে পাঠনির্ভরও।
বগুড়ায় ‘কবিতার আধুনিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
July 22, 2017
28 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বাজুস এর অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন
7 hours ago
বগুড়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
8 hours ago
ধুনটে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ আহত ৬
8 hours ago

