কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে বিএনপি’র সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বুধবার কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে শতাধিক ব্যক্তির হাতে নতুন সদস্যভুক্তির রশিদ তুলে দেয়া হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ বক্তৃতা করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খযের মওলা, বিএনপি নেতা রেজাউল ইসলাম, মামুনুর রশীদ মামুন, আব্দুস সামাদ ছাত্রদল নেতা আবুল কাফি প্রমুখ।
কালাইয়ে বিএনপি’র সদস্য সংগ্রহের উদ্বোধন
July 26, 2017
27 Views
You may also like
সর্বশেষ সংবাদ

