সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নকে শতভাগ ল্যাট্রিন অর্জনকারী ইউনিয়ন হিসাবে ঘোষনা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন হলরুমে ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এর সভাপতিত্বে শতভাগ ল্যাট্রিন অর্জনকারী ইউনিয়ন ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, চাইল্ড প্রটেকশন কর্মকর্তা রাহিমুল ফারুক, টেরেডস হোমস্ ফাউন্ডেশন এর ওয়াশ প্রমোশন কর্মকর্তা সোলায়মান শিকদার সহ ইউপি সদস্য আব্দুল আলিম প্রমূখ। টেরেডস হোমস্ ফাউন্ডেশন এর সহযোগীতায় ইউনিয়ন ওয়াটশন কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন কে ক্রেষ্ট প্রদান করা হয়।টেরেডস হোমস্ ফাউন্ডেশন এর ওয়াশ প্রমশন কর্মকর্তা সোলায়মান শিকদার জানান,১০ টি উপায়ে তারা এ ইউনিয়নে শতভাগ ল্যাট্রিন অর্জন নিশ্চিত করনে কাজ করেছেন। বর্তমানে ৮৩ ভাগ পায়খানা আছে ১৭ ভাগ যৌথভাবে ব্যাবহার করে। ১৭ ভাগ যৌথ ব্যবহার করে কারন তাদের বেশীর ভাগ মানুষের পায়খানা তৈরি করার জায়গা নেই।
ভোগডাঙ্গা ইউনিয়নকে শতভাগ ল্যাট্রিন অর্জনকারী ইউনিয়ন ঘোষনা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
July 29, 2017
89 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বাজুস এর অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন
6 hours ago
বগুড়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
6 hours ago
ধুনটে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ আহত ৬
6 hours ago

