উত্তরবঙ্গ নিউজ ডটকম:শনিবার বগুড়ার মালতিনগরের কলোনী এলাকায় হলি ভিশন সোসাইটির উদ্যোগে ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনোয়ারা খাতুন সোহানা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শামিমা আকতার জলি। তিনি বলেন সমাজের দুঃস্থ, অতি দরিদ্র, আর্ত পীড়িত, নিপীড়িত পরিবারের ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করাটা অত্যন্ত মহৎ ও প্রশংসার দাবীদার। বর্তমান সরকার ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। এটা বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেককেরই দলগতভাবে কাজ করতে হবে। আমরা স্ব স্ব এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ¯্রােত ধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে কাজ করলে এদেশে শতভাগ শিক্ষার হার হবে। যেদেশে শিক্ষার হার যত বেশি সে দেশ তত উন্নত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী ফোরাম ডিআরজি গ্রুপ এর সদস্য মোঃ আজাহার আলী, সংস্থার কোষাধ্যক্ষ আফসানা সিমি প্রমুখ। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
হলি ভিশন সোসাইটির উদ্যোগে ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
July 29, 2017
32 Views

You may also like
সর্বশেষ সংবাদ
দিশা যা–ই করেন, তা–ই আলোচনায় থাকে
6 hours ago
মেসিকে ছাড়াই তিনে উঠে এলো বার্সেলোনা
6 hours ago
তানোর পাঁচন্দর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা
20 hours ago

