নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সততা সংঘের উদ্বোধন করা হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রোববার আহসান উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএফএম মনসুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, প্রধান শিক্ষক সনৎ কুমার সরকার প্রমুখ। উল্লেখ্য শিক্ষার্থীদের শুরু থেকেই দূর্নীতিমুক্ত রাখতে সততা সংঘ নামে মালিক বিহীন দোকান খোলা হয়। সেখানে শিক্ষার্থীদের ব্যবহার্য শিক্ষা উপকরন থাকবে। শিক্ষার্থীরা নির্ধারিত মূল্য বাক্সে প্রদান করে পণ্য সংগ্রহ করবে।
আত্রাইয়ে সততা সংঘের উদ্বোধন
July 30, 2017
31 Views
