তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে মাদক সেবনের অভিযোগে ১ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার রাতে অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেছেন। সে হলো তানোর তানোর পৌর এলাকার তানোর গ্রামের রহিম মেধার পুত্র জাহাঙ্গীর আলমকে (৩৫) ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তানোর বালিক বিদ্যালয়ের সামনে হিরোইন সেবনের তাকে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসাকে জানালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, সাজাপ্রাপ্তকে রবিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।