নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি দারুস সালাম রাবু (৪২) ইন্তেকাল করেছে। ইন্না…….রাজিউন।রবিবার ৩০ শে জুলাই সকাল সাড়ে ৮ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। মৃত্যুকালে পিতা, ভাই, বোন, স্ত্রী ও সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মোসলেম উদ্দিন টুকু’র ছেলে দারুস সালাম রাবু দীর্ঘদিন যাবৎ কঠিন অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাদ আছর তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। দারুস সালাম রাবু’র মৃত্যুতে বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সরকার, সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলন প্রমুখ গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাবু’র ইন্তেকাল
July 30, 2017
33 Views

You may also like
সর্বশেষ সংবাদ

