আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সরজমিনে জানা যায়,বদলগাছী সদর কলেজপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক খাদেমুল ইসলাম এর বাসায় কেউ না থাকার সুযোগে গত রবিবার দিবাগত গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বাসার মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্লাট বাসার গেটের অরেক তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে শয়ন ঘরে রক্ষিত ষ্টিলের আলমীরা ভেঙ্গে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও নদগ ৫৫ হাজার টাকা চুরি করে। এ সময় অন্যান্য ঘরের জিনিসপত্র কাপড় চোপড় এলোমেলো করলে ও ওসব কিছু চুরি করে নিয়ে যায়নি বলে বাসার মালিক খাদেমুল ইসলাম জানান। খবর পেয়ে সকালে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ও একই রাতে ওই সংঘবদ্ধ চোরের দল প্রতিবেশি মুক্তিযোদ্ধা তাহের এর বাসার মেইন গেটের তালা ভাঙ্গে। বাসায় লোকজন থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি।
বদলগাছীতে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ চুরি
July 31, 2017
79 Views
