কারিমুল হাসান লিখন, ধুনটঃবগুড়ার ধুনট রাজু মিয়া (৩২) অর্থভাবে পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। রাজু মিয়া উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের মরহুম তবিবর রহমানের ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, পারিবারিক ভাবে অর্থিক স্বচ্ছলতা না থাকায় পঙ্গুত্বকে বরণ করতে বাধ্য হয়েছে রাজু। ভুক্তভুগি রাজু মিয়া জানান, ২ বছর আগে গাছ থেকে পড়ে আমার মেরুদন্ড ভেঙ্গে যায়। তারপর অভাবের সংসার হতে কিছু টাকা বের করে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপালে যাই। সেখানে চিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন। আমার স্বল্প টাকা হওয়ায় সেখানে আমার কোন চিকিৎসা হয়নি। স্থানীয় ভাবে জনপ্রতিনিধিদের কাছ থেকে কোন সাহায্য বা সহযোগীতা পাইনি। মনে কষ্ট নিয়ে পঙ্গুত্বকে বরন করে আছি, পাইনি কোন প্রতিবন্ধি ভাতা। ২ বছর যাবত হুইল চেয়ারই আমার একমাত্র সম্বল। ভবিষ্যতে আমার কোন চিকিৎসা হবে কিনা বা কোন ভাতার ব্যবস্থা হবে কিনা আমি জানিনা।
বগুড়া ধুনটে অর্থভাবে পঙ্গুত্বকে বরণ করলো রাজু
July 31, 2017
62 Views

You may also like
সর্বশেষ সংবাদ

