গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া) থেকেঃ দুপচাঁচিয়ায় এনজিও গ্রাম উন্নয়ন ধারা (গুড) এর উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় সাহারপুকুর এলাকায় গুড কার্যালয়ে ৩১জুলাই সোমবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গুড এর নির্বাহী পরিচালক হাফিজার রহমান এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গুডের এলাকা ব্যবস্থাপক মতিউর রহমান, হিসাব রক্ষক চায়না রানী, ফিল্ড অফিসার রুনা লায়লা, ফিল্ড সুপারভাইজার রবিউল আলম, অফিস সহকারী আব্দুল বারীক প্রমুখ। চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন ডাঃ নজরুল ইসলাম, ডাঃ দিলীপ মারান্ডি রজত। এদিন এলাকার গরীব ও দুঃস্থ ২শতাধিক চক্ষু রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।
দুপচাঁচিয়ার সাহারপুকুরে এনজিও গুডের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির
July 31, 2017
43 Views

You may also like
সর্বশেষ সংবাদ
জিতে ১০ পয়েন্ট পেলো বাংলাদেশ
7 hours ago
তালহার মোস্তাকিমের ৩য় মৃত্যু বার্ষিকী আগামীকাল
9 hours ago
বগুড়া জেলা আওয়ামী লীগ এর শোক বার্তা
9 hours ago

