উত্তরবঙ্গ নিউজ ডটকম: ছাত্রীকে ধর্ষন এবং তার মা’কে মধ্যযুগিয় কায়দায় অমানবিক নির্যাতন, চুল কর্তন ঘটনার সাথে জড়িত ক্ষমতাসীন দলের ক্যাডার, বিশিস্ট্য মাদক ব্যবসায়ী তুফান সরকার এবং জনপ্রতিনিধি নামের কলঙ্ক রুমকিসহ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, এরা সমাজকে শুধু কলুষিতই করেনি যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংশ করছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অবৈধভাবে গড়া সকল সম্পদ জব্দের জন্য সংশ্লিস্ট মহলকে আহবান জানানো হচ্ছে। এমন জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করায় প্রশাসনকে যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এদের পেছনে প্রভাবশালী গড ফাদারদের খুুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে এবং যুবদল নেতা ইমরান হত্যায় জড়িত ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে পুনঃতদন্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সদর থানা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শহর যুবদল সভাপতি মাসুদ রানা মাসুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক আহম্দে বিন বিল্লাহ শান্ত, এনায়েত উল ইসলাম রিপন, সিনিঃ শহর যুবদল নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, এম.এ. হান্নান, টপিন, হিরা, শামীম, আব্দুল জলিল, আলতাব, মানিক, তনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কিশোরী ধর্ষণ-মাকে নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তি দাবি-বগুড়া জেলা যুবদল
July 31, 2017
101 Views

You may also like
সর্বশেষ সংবাদ

