উত্তরবঙ্গ নিউজ ডটকম.ষ্টাফরিপোর্টারঃ বগুড়া শহরের সেউজগাড়ীর তালপুকুর নামক স্থানে পুলিশের পাল্টা গুলিতে একজন মাদক ব্যবাসায়ী আহত হয়েছে। জানা যায় গতকাল রাত ৩ টায় সেউজগাড়ী তালপুকুর নামকপুকুর নামক স্থানে নির্মাণাধীন একটি বিল্ডিং বাড়ির ভেতর থেকে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী সাজুকে এক পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কাতড়াতে দেখা যায়। পরে তাকে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার কাছ থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল চার রাউন্ট গুলি উদ্ধার করে। এ ব্যাপারে বগুড়া সদর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানায় তার এছাড়া বিরুদ্ধে আরও ১০ মামলা রয়েছে। আহত সে ফুলবাড়ী মধ্য পাড়া এলাকার গণির পুত্র।
বগুড়া সেউজগাড়ীতে পুলিশের পাল্টা গুলিতে একজন মাদক ব্যবসায়ী আহত
August 1, 2017
686 Views

You may also like
সর্বশেষ সংবাদ
দিশা যা–ই করেন, তা–ই আলোচনায় থাকে
6 hours ago
মেসিকে ছাড়াই তিনে উঠে এলো বার্সেলোনা
6 hours ago
তানোর পাঁচন্দর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা
20 hours ago

