মোঃআতিকুর হাসান(আদমদীঘি)প্রতিনিধি বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। গত কাল সোমবার নিজ হেফাজতে রেখে হেরোইন বিক্রির সময় সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন “খ” সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলগেট এলাকা থেকে ৪০ পুড়িয়া হেরোইন মাদক ব্যবসায়ি শাওন কে আটক করে । আটককৃত শাওন(২৮) সান্তাহার কলসা রথবাড়ি এলাকার হাবিল হোসেনের ছেলে।এই বিষয়ে থানায় মাদক দ্রব্য বিশেষ আইনে একটি মামলা হয়েছে।
আদমদীঘি সান্তাহারে হেরোইন সহ ১ জন আটক
August 2, 2017
51 Views

You may also like
সর্বশেষ সংবাদ

