সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার নতুন প্রেমিককে হত্যার দায়ে এক জনের যাবৎজীবন কারা দিয়েছে জেলা জজ আদালত। বৃহস্পতিবার আসামী মোঃ জিয়াউর রহমান (২২) এর বিরুদ্ধে ৩০২ ধারায় আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে যাবৎজীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করেন দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট সামছুদ্দোহা রুবেল এবং রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন। আসামী জিয়াউর রহমান ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে ঘটনার সত্যতা স্বীকার করে। মামলা বিবরন সুত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিন সাদুল্লা হাজিপাড়া গ্রামের মোঃ আনিছুর রহমানের পুত্র রাশেদুল ইসলাম রাশেদ (১৪) এর সাথে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া কালে পার্শ্ববর্তী উমানন্দ গ্রামের মজনু মিয়ার মেয়ের (মৌসুমী আক্তার মনি-১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই থেকে তিন মাস আগে মজনু মিয়ার মেয়ে আসামী জিয়াউর রহমানের সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করে রাশেদুল ইসলাম রাশেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬/১২/২০১৪ ইং তারিখে সন্ধায় আসামী জিয়াউর রহমান তার এক বন্ধুর সহায়তায় রাশেদুল ইসলাম রাশেদের বাড়ির সামনেই ছুরিকাঘাত করে হত্যা করে। পরে নিহতের পিতা মৌলভী মোঃ আনিছুর রহমান বাদী হয়ে জিয়াউর রহমানসহ তিনজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
কুড়িগ্রামে হত্যার দায়ে এক যুবকের যাবৎজীবন কারাদন্ড
August 3, 2017
23 Views
